সম্প্রতি সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি দলগুলো। এ বিক্ষোভে ছদ্মবেশের পুরোনো কৌশলে বড় জমায়েত নিয়ে অংশগ্রহণ করে জামায়াতে ইসলামী। সহযোগী ছাত্র সংগঠন শিবিরসহ দলটির প্রায় ২ হাজার নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন। শিবিরকর্মীবেষ্টিত অবস্থায় মিছিলের অগ্রভাগে উপস্থিত থাকতে দেখা গেছে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও জামায়াতের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাইদীকে। সম্মিলিত ইসলামি দলসমূহের ব্যানারে অনুষ্ঠিত এই মিছিলের সামনের কাতারে ছিলেন জামায়াতের সাবেক আরেক নেতা খলিলুর রহমান মাদানি।
0 মন্তব্যসমূহ