সরকার পদত্যাগের এক দফা দাবিতে ১৬ ও ১৭ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহী বিভাগে রোডমার্চ করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।
এক দফা দাবিতে আগামী অক্টোবরে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নিতে চায় বিএনপি। এর আগে চলতি মাসটি গণসংযোগের শেষ ধাপ হিসেবে নিচ্ছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। তারই অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকায় সমাবেশ এবং এরপর দেশের বিভিন্ন প্রান্তে ‘তারুণ্যের রোডমার্চ’ হবে। রোডমার্চ শুরু হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে। আজ এই প্রথম দুই দিনের রোডমার্চের কর্মসূচি ঘোষণা করা হলো ছাত্রদলসহ বিএনপির তিনটি সহযোগী সংগঠনের পক্ষ থেকে।
0 মন্তব্যসমূহ