আজকের 'বাবা' দিবসে একজন শিক্ষকের বাবার প্রতি অনুভূতি।

#ভরসা
#আজহারুল

তুমি আমার বর্ষাকালের
মাথার ‘পরে ছাতা,
তুমি আমার নীরব মুখে
খইফুটানী কথা।

তুমি আমার ভীতু মনে
পাহাড়সম সাহস,
তুমি আমার ঝঞ্ঝাদিনে
মাথায় কোমল পরশ।

তুমি আমার স্বপ্ন যুদ্ধে
অকুতোভয় বীর,
তুমি আমার বন্ধুর পথে
পথ দেখানো পীর।

তুমি আমার আদর্শলিপি
প্রথম অ আ শেখা,
তুমি আমার চক শেলেটে
প্রথম আঁকা রেখা।

তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু
নিঃস্বার্থ দাও সেবা,
তুমি আমার চোখে দেখা
“পৃথিবীর সেরা” বাবা। 🙂

***পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক। যাদের বাবা আছে, তাদের মাথার উপরে একটা বিশাল ছাতা আছে। যাদের নেই, সেই ছায়াবিহীন প্রখর রৌদ্রের তাপের জ্বালা তারাই বুঝে।

0/Post a Comment/Comments

Stay Conneted