প্রতিনিধি ,ঢাকা:২৭/০৬/২০২১ ইং।
আগামীকাল শেষ হতে যাচ্ছে রিট পিটিশনের স্টে অর্ডারের মামলা। বহুল প্রতীক্ষিত গনবিজ্ঞপ্তি এই স্টে অর্ডারের পিটিশন শেষ হলেই দিতে পারবে বলে মনে করছে এনটিআরসিএ এর একাধিক কর্মকর্তা। এনটিআরসিএ এর নিয়োগ প্রক্রিয়া ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছিল এই রিটকারী ও পিটিশনারদের জন্য। ১-১২ তমরা একক নিয়োগের আশায় হাইকোর্ট থেকে ২৫০০ জনের চার সপ্তাহের মধ্যে নিয়োগের রায় এনেছিলেন কিন্তু এনটিআরসিএ আপিল বিভাগে তাদের একক নিয়োগের বিষয়টি চ্যালেন্জ করলে এই রিট পিটিশন দায়ের করা হয়।এর আগে রিট পিটিশনের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করলেও তা আলাদা আলাদা ভাবে করা হয়নি বলেই এই সময়ক্ষেপণ হচ্ছে।
এদিকে গনবিজ্ঞপ্তিতে আবেদনকারীরা তাদের সাথে প্রতারনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।কারন তাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তাদের নিয়োগ আটকে আছে তা তারা জানে না। অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পাগলপ্রায় অবস্থা হয়েছে।
গনবিজ্ঞপ্তি তে আবেদনকারী ফোরাম আজকেও আপিল বিভাগে মামলার খোঁজখবর নেওয়ার জন্য অনেকেই এসেছিলেন।শান্ত,সুমন,রাজ সহ আরো অসংখ্য নিবন্ধন ধারীরা বার বার এনটিআরসিএ এর অফিসে গিয়ে গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের অনুরোধ করলেও তাতে কোন কর্তৃপক্ষের কাছে সদুত্তর পাওয়া যায় নি।
0 মন্তব্যসমূহ