স্টাফ রিপোর্টার
মো: মুনায়েম হোসন রাসেল
নাটোরের আশেপাশে বড়াইগ্রাম, গুরুদাসপুর
এলাকায় প্রচুর পরিমানে পুকুর খনন করা
হয়েছে।
এক কথায় পুকুরের জগতও বলা যেতে পারে।
শহর কেন্দ্রিক জনজীবনের আমিষের চাহিদা
পুরনের জন্য এ সমস্ত এলাকা থেকে ট্রাক ভর্তি
মাস পাঠানো হয়।
কিন্তু এ সমস্ত ট্রাকের নির্দিষ্ট কোন অভিঙ্গ লাইসেন্সধারি ড্রাইভার নেই।
হেলফার থেকে ড্রাইভার, ড্রাইভার থেকে হেলফার
এমনটাই দেখা যায়।
এছারা এসমস্ত যুবকেরা অধিকাংশই নেশাকরে
ফলে ফাকা রাস্তাতেও গাড়ী নিয়ন্ত্রণ হারায়।
আজ রশিদপুর চাকল বিলের রাস্তার পাশে
থাকা একটি বাড়ীর উপর ট্রাক উঠে পরে।
এই জন্য জনসাধারণের সতর্কতা ও প্রশাসনকে
এবেপারে জানানো প্রয়োজন।
দৈনিক লোককথা
Lokkotha.com
0 মন্তব্যসমূহ