আজ ১৮ জুন ২০২১ শুক্রবার দুপুর আনুমানিম ০১.২৫ টায় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার ও এএসআই মুশফিক দের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ-ঢাকা মহাসড়কের ফাঁসিতলা বাজারে গাইবান্ধা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস আটক পূর্বক বাসে অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার বাবুরাইল থানার বাসিন্দা বেল্লাল হোসেনের স্ত্রী পান্না বেগম (৩২)ও আহসান হাবীবের স্ত্রী সুহেদা আকতার(২৮) এর শরীরে মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে বডি ফিটিং অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
উদ্ধারকৃত ৫০ বোতল ফেন্সিডিল এর মূল্য ৩৫ হাজার টাকা।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১টি মাদক মামলা রুজু করা হয়েছে।
0 মন্তব্যসমূহ