প্রকৃতপক্ষে,
৩য় নিয়োগচক্রের ফল প্রকাশে কোন বাঁধা নেই।
-> তাহলে কেন ntrca ফল প্রকাশ করছে না?
এক কথায়- “রিট/ কন্টেম্পকারীর নিয়োগ দেবে না তাই।”
#আসলে কন্টেম্প মামলার প্যাঁচানো রায়ে ঘুরে ফিরে ১-১২তমের ২৫০০ জনের নিয়োগের কথা বলা হয়েছে।তাই ফল প্রকাশ করতে হলে ২৫০০ জনকে নিয়োগ দিয়েই বা সাথে নিয়েই ফল প্রকাশ করতে হবে।
# কিন্তু NTRCA কোনভাবেই ১-১২ তম রিট/ কন্টেম্পকারীকে নিয়োগ দিতে চাচ্ছে না।
#প্রশ্নঃntrca কেন ২৫০০ জনকে নিয়োগ দিতে চাই না?
এর উত্তর একমাত্র ntrca ভালো দিতে পারবে।তবে যতটুকু অনুমান করা যায়, আসলে ২৫০০ জনকে নিয়োগ দিলেই ntrca দায়মুক্তি পাবে না।পিছনে আছে আরও ১৪ হাজার রিটকারী এবং ১-১২ তমের ননরিটকারী।যা মোট সনদধারীর ৬৫% এর মতো হবে।এরাও রিট/কন্টেম্প করে নিয়োগ চাইবে।এতো নিয়োগ দেওয়া ntrca এর জন্য খুব চ্যালেঞ্জের এবং আদৌ সম্ভব কি না সন্দেহ আছে।কারণ কিছু সাবজেক্টে শূন্যপদের পদের সংখ্যাই সীমিত! তাই সকল সনদধারীর নিয়োগ দিতে হলেঃ
★আগামী ৫/৭ বছর সার্কুলার পরীক্ষা বন্ধ রাখতে হবে।
★নতুন শূন্যপদ সৃষ্টি করা লাগবে।
★ইনডেক্সধারীর বদলির ব্যবস্থা চালু করতে হবে এবং নিয়োগচক্রে এনে সমপদে পুনঃনিয়োগ বন্ধ করতে হবে।
★মৃত ব্যক্তি,ইনডেক্সধারী,যারা শিক্ষক হবে না এমন সরকারি-বেসরকারি চাকুরীজীবীকে মেধাতালিকা থেকে বাদ দিতে হবে।
★সমপদে দুই বা ততোধিক সনধারীকে সর্বোচ্চ মার্কসের সনদপত্র রেখে অন্যগুলো মেধাতালিকা থেকে বাদ দিতে হবে।
এভাবে একটি খাঁটি জাতীয় মেধাতালিকা করে নিয়োগ দিতে হবে।
এই ঝমেলা ntrca করতে চাই না।
তাই কি করে রিট/কন্টেম্প এড়ানো যায়, প্রাণপনে তার চেষ্টা করছে।এই উদ্দেশ্যেই ntrca চেম্বার কোটে ২০ টি কন্টেম্পের আপিল করেছে।বৃহস্পতিবার শুনানি হয়নি, আগামী সোমবার শুনানি হওয়ার কথা।
আদালত রায় স্থগিত করলে বা কন্টেম্পকরীদের বাদ দিয়ে ৫৪ হাজার পদের ফলাফল প্রকাশের অনুমতি দিলেই ntrca ফল প্রকাশ করতে পারবে।
এছাড়া আর কোন উপায়ে ফল প্রকাশ করা যায় কিনা তার চেষ্টাও করতে পারে।
তবে কখন, কবে ৩য় নিয়োগচক্রের ফল প্রকাশ পাবে তা কেউ বলতে পারবে না।অনেক কিছুই নির্ভর করছে আদালতের উপর।
কথায় বলে-
আদালতের কাল,
গদাই লস্করী চাল।
কি আর করা, মৌমাছি চাকে ঢিল মারে একজন কামড় খায় আরেকজন।
ntrca এর ভুলের মাশুল পোহাতে হচ্ছে সাধারণ নিবন্ধনধারীর!
“কপালের লিখন যায়না খণ্ডন”
লেখক: হিমেল হক,নিয়োগ প্রত্যাশি।
0 মন্তব্যসমূহ