Hot Posts

6/recent/ticker-posts

দুঃখের জমিনে সুখের চাষ

কলমে: ব্লাইন্ড ফিউচার।
তাং:০৫/০৭/২০২১ ইং।
<<<<<<<<<<>>>>>>>>>>≥

উৎকট তামাকের গন্ধ নেশাতুর গল্পের আমেজে
বৃষ্টিতে ভিজে ঘর্মাক্ত চালকের হাসি
অন্ধকার যেন স্বর্গ এই মতির ঝিলে।

ময়লা কাপড়ে মাতালের প্রেমের গান
বৃদ্ধ ধরেছে শক্ত হাতে বৃদ্ধার হাত
কৃত্রিম শাপলার উপরে প্রাকৃতিক ঝর্ণা
বিষন্নতা দূর করতে ফিরে আসি আবার গল্পে।

অতীত মুছে ফেলতে চাই বারে বারে
অশ্রুর সাথে বৃষ্টির একাকার মিশে যাওয়া
এই আমি ফিরছি একজন মেয়ের বাবা হয়ে।

দুঃখের জমিনে কিভাবে করবো সুখের চাষ?
ডাস্টবিনে একদিন কেউ ছুঁড়ে দায়মুক্তি পেয়েছিল
আমার মতো ভাগ্য অনেকের হয়েছে ,কেউ বা ছেড়ে গেছে পৃথিবীর মায়া ছেড়ে
ভালো কি মন্দ হয়েছে ঈশ্বর জানে
আমার মতো দুএকজন বেঁচে আছে হয়তো
পৃথিবীর কে আছে এমন জানতে ইচ্ছে করে

নটরডেমের সমস্ত গাছের কান্না আমাকে ঘিরে,
কৃত্রিম শহরে প্রাকৃতিক প্রেমের বড়ই অভাব!
জন্মই মৃত্যুর জন্য আমার অজানা নয়,
তবুও কেন মরতে চাই বার বার?

অসংখ্য হারের পর জিজ্ঞেস করেছি
জিতবো কি আমি সত্যিই ছেড়ে দেই হাল!
চলতে কি পারবো আমি অবশেষে পেলাম পাল।
এখন বিশাল সম্মানের জীবন তবুও কেন অপেক্ষা
হে মহাজীবন,আর কি শেখাবে আমায়?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ