Hot Posts

6/recent/ticker-posts

তৃতীয় গনবিজ্ঞপ্তির ফল চেয়ারম্যান প্রকাশ করতে চায় কিন্তু সচিব ও কর্মকর্তাদের বাঁধা।

প্রতিনিধি, ঢাকা

তাং:০৫/০৭/২০২১ ইং।

 

তৃতীয় গনবিজ্ঞপ্তিতে ৫৪ হাজারের রেজাল্ট কেন প্রকাশ করতে পারছে না এটা নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। অনুসন্ধানের ভিত্তিতে জানা গেছে, এনটিআরসিএ এর চেয়ারম্যান ফল প্রকাশ করতে ইচ্ছুক কিন্তু সচিব ও কর্মকর্তাদের বাঁধার মুখে তা প্রকাশ করতে পারছে না।

হাইকোর্টের আইনজীবী সিদ্দীকুল্লা বলেছেন,ফল প্রকাশে কোন আইনী জটিলতা নেই এবং ২২০৭ জন সহ ৫৪ হাজার নিয়োগে আইনগত কোন ঝামেলা নেই তবুও কেন ফল প্রকাশ করতে বিলম্ব করা হচ্ছে তা বোধগম্য নয়। ১৩তম নিবন্ধনধারী ২২০৭ জনের নিয়োগ না দেওয়ার জন্য একদল সুবিধাভোগী কর্মকর্তা উঠে পড়ে লেগেছে বলে জানা গেছে।কেউ কেউ বলছে তারা ১৩তমদের নিকট থেকে বিশেষ সুবিধা আদায় করতে এ ধরনের কৃত্রিম ঝামেলা তৈরি করছে।

কিন্তু ১৩তমদের অনেকের অভিযোগ, তারা আর কোন দরকষাকষিতে রাজী না কারন তাদের এমনিতেই অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে এবং আদালতে একক নিয়োগের রায় হয়েছে তাদের প্রজ্ঞাপন অনুযায়ী তাহলে তাদের কেন নিয়োগ দেয়া নিয়ে ঝামেলা সৃষ্টি করছে?

এ রায় অমান্য করলে তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। এদিকে ৫৪ হাজার মেধাবী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করতে , তৃতীয় গনবিজ্ঞপ্তিতে আবেদনকারীরা লকডাউন শেষে কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।এর আগে যদিও অনেক বার আন্দোলন করেছেন তবুও সর্বশেষ এনটিআরসিএ এর সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন এর সময় এনটিআরসিএ এর একাধিক কর্মকর্তা ও কর্মচারীরা তাদেরকে হয়রানি ও গ্রেফতার করানোর হুমকি দিয়েছে বলে জানা যায়। ফোরামের সভাপতি, সমন্বয়ক ,শান্ত,রাজু,সমনসহ অনেকেই সে সময় শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন কিন্তু কর্মকর্তারা তাদেরকে অসম্মানজনক আচারণ করেছেন।

এনটিআরসিএ এর তৃতীয় গনবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের সবচাইতে বড় বাঁধা এনটিআরসিএ তে কর্মরত সচিব ও কর্মকর্তারা বলে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ