Hot Posts

6/recent/ticker-posts

রায়ের কপি হাতে পেলেই সচিবের ২৪ ঘন্টায় ফল প্রকাশ অভিমতে ফল প্রত্যাশিদের সন্দেহ ও ১৩ তমদের ২২০৭ জনের সংশয়।

প্রতিনিধি, ঢাকা, তারিখ:০৬/০৭/২০২১ ইং

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অর্ধ শতাধিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশে নানান রকম সন্দেহ ও সংশয়ে আটকে আছে।চরম দুর্চিন্তা ও হতাশায় নিমজ্জিত ৫৪ হাজার ফল প্রার্থী।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)এর সচিব ড. এ টি এম মাহবুবুল করিম বলেছেন,রায়ের কপি হাতে পেলেই ২৪ ঘন্টার মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। তিনি বলেন,রায় আমাদের পক্ষে এবং এটি মহামান্য আদালতের বিজ্ঞ বিচারকগণ সবকিছু বিবেচনা করেই এ রায় দিয়েছেন। নিয়োগ ফলাফলের কারচুপি প্রসঙ্গে তিনি বলেন,এ নিয়োগ অবশ্যই সচ্ছ ও মেধার ভিত্তিতে হবে এবং এখানে কারচুপি করার কোন সুযোগ নেই।যারা মেধা তালিকায় অগ্রসর তাদের বাদ দিয়ে পিছনের সিরিয়ালের নিয়োগের সুযোগ নেই তা আপনারা ফল প্রকাশ হলেই বুঝতে পারবেন।
তিনি আরো বলেন, চলমান লকডাউনে ও সঙ্কটপূর্ণ মূহুর্তে বিজ্ঞ বিচারকগণ রায়ে স্বাক্ষর করতে পারছেন না কারন তারা ঠিকমতো অফিসে আসতে পারছে না, তবুও আমরা নানাভাবে চেষ্টা করছি যাতে দ্রুত রায়ের কপি বের করা যায় , যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ রায় এজন্যই সবকিছু বিবেচনা করেই বিচারকগণ রায়ে স্বাক্ষর করবেন,তবে খসড়া প্রস্তুত আছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে তার এমন কথায় ফল প্রত্যাশিরা সন্দেহের চোখে দখছে। তাদের অনেকেই মনে করছেন এটা একটা খোড়া যুক্তি, চেয়ারম্যান,সচিব ও কর্মকর্তারা একটু আন্তরিক হলেই অতি দ্রুত রেজাল্ট প্রকাশ করা সম্ভব।
১৩ তমদের ২২০৭ জনের একক নিয়োগের বিষয়টি চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে। সচিব ও কর্মকর্তাদের অনেকেই মনে করেন এদের নিয়োগ হলে অবশ্যই পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হবে। এজন্যই এদের বাদ দিয়ে ৫২ হাজারের ফল প্রকাশ করতে চাচ্ছেন। তবে অনেকেই চায় এদের নিয়েই অতি দ্রুত রেজাল্ট প্রকাশ করা সময়ের দাবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ