নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রেসক্লাব, তাং:১২/০৭/২০২১ ইং।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)এর রেজাল্ট নিয়ে নানা ধরনের নাটকীয়তা জন্ম দিয়েছে।
অর্ধ লক্ষাধিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করতে একের পর এক অজুহাত দেখানো ও নানা রকম টালবাহানা করার কারণে তাদের প্রতি নিবন্ধন ধারীরা বিশ্বাস হারিয়ে ফেলেছে। মামলা জটিলতা কাটার পর ফল প্রকাশে কোন আইনী জটিলতা না থাকা সত্ত্বেও কেন এই তালবাহানা করছে তা নিয়ে সংশয়, সন্দেহ ও উদ্ধেগ সৃষ্টি হয়েছে।
হাইকোর্টের এক সিনিয়র আইনজীবী রিট পিটিশনারদের সতর্ক করে দিয়েছেন যে ২৮/০৬/২০২১ ইং তারিখে যে রায় হয়েছে তা অপরিবর্তনযোগ্য ।ফলে তারা যদি রিভিউ করে তবুও ফলাফলের কোন পরিবর্তন হবে না।তাই তাদের রিট পিটিশনের রিভিউ না করাই ভালো বলে মনে করি।এটা অবশ্যই অসম্ভব যে, প্রধান বিচারপতির রায় পরিবর্তন করা।যারা করতে চায় তারা ধোঁকা দিয়ে ইনকামের ধান্দা করছে।
গত ১১/০২/২০২১ ইং তারিখে হাইকোর্ট ও এনটিআরসিএ তে খোঁজ জানা যায় যে রায়ের কপি টাইপিং শেষ হয়েছে এবং এখন প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিগণ স্বাক্ষর করলেই ফল প্রকাশে দেরী করবে না বলে এনটিআরসিএ এর একাধিক কর্মকর্তা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান রায়ের কপি বের হলে তাৎক্ষণিকভাবে রেজাল্ট প্রকাশ করা হবে।
এনটিআরসিএ এর নির্ধারিত টেলিটকের ওয়েবসাইট বন্ধ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন,এটা রেজাল্ট প্রকাশের জন্য আপডেট করা হচ্ছে। যেহেতু বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ করার ব্যাপার তাই যাতে সার্ভারের সমস্যা না হয় এজন্য এটা আপডেট করছে,তবে উদ্ধেগের কিছু নেই।
এদিকে গনবিজ্ঞপ্তিতে আবেদনকারীরা টেলিটকের ওয়েবসাইট বন্ধ থাকায় কর্মকর্তারা কারচুপি করার চেষ্টা করছেন কিনা এ নিয়ে সন্দেহ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিবন্ধনধারীরা বলেন,তাদের ব্যাক্তিগত মুঠোফোনে যোগাযোগ করে একাধিক কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার বিনিময়ে পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগের অফার করা হয়েছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে,ঐ কর্মকর্তা জানান এটা সম্পূর্ণ সচ্ছ নিয়োগ হবে এবং নির্ধারিত টেলিটকের অটো সফটওয়্যার মেধা অনুযায়ী মেধাতালিকা থেকে নিয়োগ হবে এখানে কারচুপির কোন সুযোগ নেই। সবাইকে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে তিনি অনুরোধ করেছেন এবং অবৈধ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন।অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের ফোন নাম্বার কেউ যদি পেয়ে থাকে তবে তাকে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।
এদিকে এই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে নিবন্ধনধারীরা।প্রতি জেলায় কর্মসূচি ঘোষণা ও আমরণ অনশনের হুমকি দিয়ে শিক্ষক নিবন্ধন ফোরামের হবু শিক্ষককেরা কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার প্রস্তুতি নিচ্ছেন।
0 মন্তব্যসমূহ