নিজস্ব প্রতিবেদক, ঢাকা, তাং:১১/০৭/২০২১ ইং।
মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্র ও যুব অধিকার পরিষদের ৫২ জন নেতাকর্মী সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে লন্ডনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ রোববার বিকেল চারটায় লন্ডনের বিখ্যাত আলতাব পার্কে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার। যুক্তরাজ্য শাখার সভাপতি জামান আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুল ইসলাম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক রিদওয়ানুর রহমান, যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান শামীম, সৈয়দ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মনজুর হোসাইন, অর্থ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী মান্না, কামরুল ইসলাম, আকিফুল ইসলাম, আসাদুজ্জামান, আসাদ রহমান, আমিনুল ইসলাম সহ আরো অনেকে। বক্তারা আগামী ঈদের আগে ছাত্র ও যুব অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানান।
মনজুর মোর্শেদ মামুন।
0 মন্তব্যসমূহ