ক্যান্সারের রোগী স্বামীকে বাঁচাতে সর্বস্ব হারালো, তবুও স্বামীকে বাঁচাতে পারলোনা।সেই শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। বরিশাল জেলা, উজিরপুর উপজেলার এক বোন। আর্থিক সচ্ছলতা না থাকায় হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এমন সংবাদ আসে উজিরপুর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জীবন মোল্লা (পান্নু) এর কাছে। বিষয়টি সাথে সাথে জেলায় অবগত করলে তারা পাশে দাড়ানোর অনুরোধ জানায়। এরপর বরিশাল জেলার হয়ে যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক, ওমর ফারুক, ও কার্যকরী সদস্য এইচ এম জামালের সাথে সমন্বয় করে উপজেলা আহবায়ক, সহায়তা কাজে এগিয়ে আসেন। সাথে ছিলেন উজিরপুর উপজেলা ও শোলক ইউনিয়ন যুব অধিকার পরিষদের দায়িত্বশীলরা।আরো ছিলেন মোঃ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক, বি এম কলেজ, ছাত্র অধিকার পরিষদ।
- লেখক: মনজুর মোর্শেদ মামুন
0 মন্তব্যসমূহ