কলমে: ব্লাইন্ড ফিউচার।
অচেনা গ্রামে
নিঃসঙ্গ একা আমি
তুমি আলো,
ভোরের পাখি
মিষ্টি সুরের ঢেউ
লাগে যে ভালো।
খোলা প্রান্তরে
নেমেছে নীলাকাশ
পশ্চিমা আভা
ধূ ধূ প্রান্তরে
ছোট্ট নদীর ধারে
খোলা হাওয়া।
পাখির ডাকে
মুখরিত প্রান্তর
এই যে আমি
আছি যে মিশে
প্রকৃতির ছায়ায়
সেও তো তুমি।
লিখি কবিতা
মন উজাড় করে
মত্ত প্রেমিক
দুলছে কতো
নাম না জানা ফুল
দিগন্ত দিক।
আলোর বহ্নি
ছড়িয়ে পড়ে মাঠে
জুড়ায় আঁখি
এটাই সাথী
যেখানেই যাই আমি
সুখের চাষী।
0 মন্তব্যসমূহ