Hot Posts

6/recent/ticker-posts

১৬তমদের যেন কুলে এসে তরী ডোবা!

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যেন ১৬তমদের সাথে সেই ছেলেদের পাথর ছুড়ে ব্যাঙ মারার প্রতিযোগিতার মতো আচরণ করছে।যেখানে একজনের মৃত্যু আরেকজনের খেলার মতো। ১৬তম নিবন্ধনধারীদের পাবলিক সার্কুলার হয়ে গেছে প্রায় দুই বছর।তারা যথা সময়ে প্রিলি , রিটেন পাশ করে ভাইভা দেওয়া শুরু করেছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এসময়ে শুরু হয় করোনা পেনডামিক।

ভাইভার মাঝপথে তাদের পরীক্ষা স্থগিত রাখা হয়।

সেই স্থগিতাদেশ এখনো চলছে ,কবে স্থগিতাদেশ উঠে যাবে,কবে গনবিজ্ঞপ্তি পাবে,কবে জয়েন করবে এটা কেউ বলতে পারে না।এটা যেন গভীর অন্ধকারে নিমজ্জিত হতাশার তরী।

 

১৬তমদের ভাইভা যদি ঠিকমত হতো তাহলে তারাও তৃতীয় গনবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারতো। এমনটাই তারা চেয়েছিল,তারা তৃতীয় গনবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য তাড়াতাড়ি ভাইভা শেষ করার অনুরোধ করেছিল কিন্তু এনটিআরসিএ এর চেয়ারম্যান এটাকে পাত্তা দেয় নি। তাদের কথায় কর্ণপাত না করে তারা একঘেয়েমি করে পরীক্ষা স্থগিত করেছে।

 

১৬তম নিবন্ধনধারীরা বলেছে, আমাদের প্রায় সব সাবজেক্টের ভাইভা শেষ পর্যায়ে ছিল,অল্প কয়েকটি সাবজেক্ট বাকী ছিল সেগুলো পরীক্ষা শেষ করে আমাদের তৃতীয় গনবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিতে পারতো।

কয়েকজন ১৬তম নিবন্ধনধারী বলেছেন, ঐ সময় পিএসসি,ব্যাংক ও অন্যান্য অনেক পরীক্ষা হলেও আমাদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে,এটা কেন করা হয়েছে তা রহস্যজনক!

১৬তম নিবনন্ধনধারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের সাথে এনটিআরসিএ বিমাতা সুলভ আচরণ করছে কারণ তারা ইচ্ছে করলেই ঐ অল্প কয়েকটি সাবজেক্ট এর পরীক্ষা নিয়ে তৃতীয় গনবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিতে পারতো কিন্তু তা করে নি।এখন এই অর্ধলক্ষাধিক শিক্ষক নিয়োগের সুপারিশ এর কথা থাকলেও ৩৮ হাজার প্রার্থী সুপারিশ পেয়েছেন বাকীটায় কোন প্রার্থী পায়নি যদি ১৬তমদের এড করতো তবে তা পুরোপুরি পুষিয়ে উঠতে পারতো।

এখন অতি দ্রুত ভাইভা নিয়ে চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করার জোরালো আবেদন করছি।

 

উল্লেখ্য যে গত ১৮ জুলাই ২০২১ ইং তারিখে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করার কথা থাকলেও তার মধ্যে ৩৮ হাজার সুপারিশ করা হয়েছে বাকী ১৫ হাজার পদে আবেদন না পড়ায় সুপারিশ করতে পারে নি এর মধ্যে ৭৭৫০ টি নারী কোটা এবং ৭৫০০ টি জেনারেল কোটায় কোন আবেদন না পড়ায় সুপারিশ করা যায় নি । এগুলো পরবর্তী গনবিজ্ঞপ্তির সাথে যোগ করে চতুর্থ গনবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে একাধিক কর্মকর্তা জানান।

এর মধ্যে আবার রয়েছে ১৭ তম নিবন্ধিত আবেদন প্রার্থীরা।তারা কোন পরীক্ষায় দিতে পারে নি। তাদের পরীক্ষা কবে হবে কেউ জানে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ