চলে গেলেন মগড়া পালস ইউনিয়নের খেলার বাতিঘর!

নিভে গেল খেলার বাতিঘর! টাঙ্গাইল জেলা সদরের মগড়া ইউনিয়নের মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রিড়া শিক্ষক জনাব জুলফিকার আলী আর নেই।

যিনি ছিলেন আলোর দিশারী এবং খেলাধূলাসহ যাবতীয় কার্যকলাপের উৎসাহ দাতা ছিলেন।চলে গেলেন তিনি না ফেরার দেশে।কতো ছাত্র ছাত্রীদের যে তিনি উৎসাহ দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলেন তার ইয়াত্তা নেই। কর্মজীবনে তিনি ছিলেন সৎ ও নিষ্ঠাবান সেবকের প্রতিক। তার সহকর্মীরা তার কাজের প্রশংসা করতো এবং তিনিও তাদের ভালো কাজের প্রশংসা করতেন।

ছাত্র ছাত্রীদের সঙ্গে তার ছিল বাবা ও বন্ধুর মতো সম্পর্ক। তিনি খুবই সাদাসিধে জীবন যাপন করতে পছন্দ করতেন।

যার কথা বলছি তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় শিক্ষক জুলফিকার আলী স্যার।

মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক আমার শ্রদ্বেয় প্রিয় জুলফিকার আলী স্যার আজ সকালে ০৮/০৭/২০২১ ইং রোজ বৃহস্পতিবার ইন্তেকাল ফরমাইয়াছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা আজ শিহরাইল গ্রামের বাড়ি বাদ আসর গোপালদীঘি কে,পি, ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সবাই তার আত্মার মাগফেরাত কামনা করবেন আমিন।

0/Post a Comment/Comments

Stay Conneted