এবার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে খুন করে তাঁর দেহ ছিন্নভিন্ন করে নদীতে ফেলে দিল কিশোরীর বাবা ও কাকা। ভারতের মধ্য প্রদেশের খান্ডওয়া জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ সুপার বিবেক সিং জানিয়েছেন, রবিবার অজনাল নদীতে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাকতাপুর গ্রামের ৫৫ বছরের ত্রিলোকচাঁদের পরিচয় পাওয়া যায়।
এদিকে, পুলিশের সাব-ডিভিশনাল অফিসার রাকেশ পেন্ড্রো জানিয়েছেন, তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি ১৪ বছরের এক কিশোরীকে যৌন হেনস্থা করেছেন। মেয়েটির বাবা এবং চাচা শনিবার তাদের মোটরসাইকেলে করে ত্রিলোকচাঁদকে আজনাল নদীতে নিয়ে যান। পরে ধারালো ছুরি দিয়ে ত্রিলোকচাঁদের গলা কেটে দেওয়া হয়।
জানা গিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় অন্যদের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তিনি আরও বলেন, নিহত ও আসামিরা একে অপরের আত্মীয়।
0 মন্তব্যসমূহ