Hot Posts

6/recent/ticker-posts

বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে ২ কোটি টাকার ফসল নষ্টের শঙ্কা!

 


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালে পাটলাই নদীর পানি উপচে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নাজাখালী বাঁধে ১৬০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। একই সঙ্গে উপজেলার শ্রীপুর উত্তরের গোলাবাড়ি, হিলাইন তাহিরপুর, মান্ড্যতা, রংচি, ইন্দ্রপুর, বাগলি, জয়পুর, 



লামাগাঁও ও রামসিমপুরসহ ১০টি গ্রামের দুই হাজার কৃষকের ধানক্ষেত ও উপজেলার শ্রীপুর ও দক্ষিণ ইউনিয়নের পানিতে তলিয়ে গেছে। এতে ২ কোটি টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


শনিবার (২ এপ্রিল) সকালে পাটলাই নদীর পানির চাপে বাঁধটি ধসে পড়ে। গত কয়েক দিন ধরে হাওর পাড়ের কৃষকরা বাঁধ রক্ষার চেষ্টা করছেন। 


গোলাবাড়ি গ্রামের হাবিবুর রহমান বলেন, "সকালে তাহিরপুর সীমান্তের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে পানি এলে পাটলাই নদীর পানি বেড়ে যায়। বাঁধের উপর দিয়ে বয়ে যাচ্ছে জল। এর কিছুক্ষণ পর বাঁধ ভেঙে ফসল ডুবে যায়। '

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ