জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ (শরীয়তপুর) শাখার সভাপতি ও তার কর্মীরা এক শিক্ষককে খাবারের আমন্ত্রণ না জানানোয় তাকে লাথি ও ঘুষি মেরেছে। এ ঘটনায় কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। অভিযুক্তদের বিচারও দাবি করেছেন তাঁরা।
কলেজ শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রিয় সোহেল স্যারকে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাথি-ঘুষি ও লাঞ্ছিত করেছে। তাই ওই নেতাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা পরীক্ষা ও ক্লাস বর্জন করেছি। আমরা ওই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এর আগে সকালে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর ও যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়েছে।
শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মহসীন মাদবর আরটিভি নিউজকে জানান, কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারীর বিরুদ্ধে এক শিক্ষককে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
0 মন্তব্যসমূহ