Hot Posts

6/recent/ticker-posts

ইমাম সিফাতকে কেনো বের করে দিয়ে মসজিদে বেড়া?, তারাবির নামাজ আদায় বন্ধ


শনিবার ভোরে ওই ইমামকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মটপ ইউনিয়নের পূর্ব ভাকুম জামে মসজিদ থেকে বের করে ঘিরে রাখা হয়। বন্ধ হয়ে যায় এলাকাবাসীর প্রার্থনা।


স্থানীয়রা জানান, ১৮ থেকে ২০ বছর আগে ঢাকার কারওয়ান বাজার এলাকার ব্যবসায়ী আফজাল হোসেন মসজিদের নামে ওয়াকফদের ১৫ দশমিক ৫ শতাংশ জমি দেন। এরপর থেকে স্থানীয়রা চৌচালা টিনের ঘর তুলে নামাজ আদায় করে আসছেন। 


শনিবার ভোরে জমির মালিকানা দাবি করে স্থানীয় মৃত কাশী সিকদারের ছেলে মোতালেব সিকদার, শফি শিকদার, মাগার সিকদার, আব্দুল্লাহ সিকদার ও সামিজ সিকদারসহ ১০ থেকে ১২ জন মিলে ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রসহ মসজিদের ইমাম মাওলানা সিফাতকে বহিষ্কার করে। 


এরপর তিনি মসজিদের চারপাশে বাঁশের বেড়া দিয়ে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেন। একই সঙ্গে ওজু'র কাজে ব্যবহৃত মসজিদের টিউবওয়েল ভেঙে দেওয়া হয়। ঘটনার পর থেকে, 


এই ঘটনার পর থেকেই আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামাজও বন্ধ করে দেওয়া হয়। পবিত্র রমজান মাসের নামাজ নিয়েও শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।


সমস্যার সুষ্ঠু সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন বাসিন্দারা।


স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস হোসেন বলেন, দখলদাররা এর আগে কখনো মসজিদের জায়গা দাবি করেনি। মসজিদের চারপাশে বেড়া দিয়ে হঠাৎ করে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দিয়ে জঘন্য কাজ করা হয়েছে।


পূর্ব ভাকুম জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ পীর আলী বলেন, দখলদারদের ভয় পাই। আমরা প্রশাসনের মাধ্যমে এর সুষ্ঠু সমাধান চাই।


অভিযুক্ত সফি সিকদার বলেন, ১৫ থেকে ২০ বছর আগে আমাদের জায়গায় মসজিদটি তৈরি করা হয়েছিল। এখন জমি জরিপের কাজ শুরু হওয়ায় আমরা বেড়া দিয়েছি।


জয়মটপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন বলেন, বিষয়টি শুনে আমি দখলদারদের ডেকেছি। কিন্তু তারা আমার কথা শোনে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ