ছবি তুলে কি লাভ?কেউতো আমাকে হুইল চেয়ার দিবেনা!


স্টাফ রিপোর্টার:বিয়ের পরেই হয়েছেন বিধবা। হারিয়েছেন স্মৃতি। এখন তিনি পাগল প্রায়। চেয়ারের উপর ভর দিয়ে কোন রকমে খুড়িয়ে খুড়িয়ে বাজারে ভিক্ষা করে বেড়ান তিনি। বলছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনয়নের বোচো বেগমের কথা। তাই একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছেন সেই পাগলপ্রায় বোচো বেগম।

জানা গেছে, বোচোর স্বামী ১০ বছর আগে মারা গেছেন । স্বামীর মৃত্যূর পরো ধিরে ধিরে স্মৃতি হারাতে শুরু করে বোচো। এর পর একসময় আস্তে আস্তে দায়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেন বোচো। কিন্তু হাটতে না পারলেও তকে তো খেতে হবে। তাই জীবন বাঁচার তাগিদে তিনি এক চেয়ার কিনে তার উপর ভর দিয়ে খুড়িয়ে খুড়িয়ে খেটে ভিক্ষা করা শুরু করেন।

বোচো বেগমের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ছবি তুলে কি লাভ… সবাই খালি ছবি তুলে নেয় কেউ আর হুইল চেয়ার দেয়না।

বোচো বেগমকে ভিডিও কলে দেখতে-০১৭১৩২০০০৯১।

https://www.youtube.com/watch?v=TDlsI_ZgV_E

0/Post a Comment/Comments

Stay Conneted