Hot Posts

6/recent/ticker-posts

সিগারেট চাওয়া'কে কেন্দ্র করে যুবক'কে 'বাঁশ' দিয়ে পিটিয়ে হ'ত্যা!


সিগারেট চাওয়া নিয়ে বচসা বাধে দুই যুবকের। এরপর মারামারির এক পর্যায়ে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারে ফুটপাতে কিছু লোক চাঁদা দিচ্ছিলেন। রঞ্জিত সিং ও মুসলি রাও নামে দুই যুবকের সঙ্গে সিগারেট চাওয়া নিয়ে বচসা হয় রাজু রাও নামে আরও এক ব্যক্তির। 
তারপরই ধাক্কা। মারামারির সময় রাজু রঞ্জিত ও মুসলিকে বাঁশ দিয়ে আঘাত করে। গুরুতর জখম হন দু'জনেই। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই মুসলির মৃত্যু হয়। তিনি হাওড়ার বৈষ্ণব মল্লিক লেনের বাসিন্দা।
বাঁশের আঘাতে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

অন্যদিকে আহত রঞ্জিত হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রঞ্জিতের অভিযোগের ভিত্তিতে রাতেই রাজুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ