Hot Posts

6/recent/ticker-posts

পুলিশে'র ইচ্ছায় ২৪ ঘণ্টায় 'যানজটমুক্ত' শহর,নগরবাসীর 'স্বস্তি'


নারায়ণগঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত হকারমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এতে করে শহরের বাসিন্দাদের মধ্যে চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে। 


৫ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ সদস্যরা। প্রতিটি এলাকার গলিতে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ নিষিদ্ধ যানবাহনকে শহরে প্রবেশে বাধা দেওয়া হয়।


পবিত্র রাজমান মাসে নারায়ণগঞ্জ যানজটমুক্ত থাকবে। জেলা পুলিশের তরফে এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গিয়েছে শহরের পটচিত্র। 


যানজটের শহর নামে পরিচিত নারায়ণগঞ্জ শহর এখন পুরোপুরি যানজটমুক্ত। মাত্র ২৪ ঘণ্টায় যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়ার ঘোষণায় নজিরবিহীন সাফল্য দেখাতে সক্ষম হয়েছে জেলা পুলিশ।


এ ব্যাপারে ট্রাফিক পুলিশের টিআই ইমরান জানান, কোনো ব্যাটারি চালিত অটোরিকশা বা নিষিদ্ধ যানবাহন নগরীতে প্রবেশ করবে না। ফুটপাতে যত্রতত্র পার্কিং একেবারেই বন্ধ। সকাল থেকে যানজটমুক্ত পরিবেশে নগরবাসী চলাচল করছেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ