নিজস্ব প্রতিবেদক,
মনজুর মোর্শেদ মামুন
ঢাকা, তাং:১১/০৭/২০২১ ইং।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক তানু গ্রেফতার।
সাংবাদিক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুকে গ্রেফতার করা হয়েছে। তিনি দৈনিক ইত্তেফাক, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও জাগোনিউজ২৪.কম এর ঠাকুরগাঁও প্রতিনিধি। পাশাপাশি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দফতর সম্পাদক, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
তার ভাষ্য অনুযায়ী জানা যায় তিনি
গত ২৫,জুন ঠাকুরগাঁও সদর হাসপাতালের রোগীদের খাবার মান ও দাম নিয়ে জাগো নিউজে একটি সংবাদ করেন। এর আগেও হাসপাতালের ৬২ জনের নিয়োগ দুর্নীতি ও সম্প্রতি সাড়ে তিন কোটি টাকার একটা টেন্ডারের দুর্নীতির খোঁজ নেয়ার পর থেকে তাকে বিভিন্ন দিক থেকে মামলার হুমকি দেয়া হচ্ছিল। কয়েকটি বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল ইসলাম চপলকে আইসিটি অ্যাক্টে মামলা করার জন্য চাপ প্রয়োগ করছেন। আরও বলা হচ্ছে, মামলা হওয়া মাত্রই যেন তাকে গ্রেফতার করা হয়। এ অবস্থায় সে গত কয়েকদিন থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ১৫ দিনেরও বেশি সময় ধরে তিনি ও তার স্ত্রী করোনা পজিটিভ থাকার সম্ভাবনার পর দুদিন হলো রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন শরীরের দুর্বলতাও কাটেনি। এর মাঝে মামলার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতিতে অতিষ্ট হয়ে পড়েছেন। মামলা হলে যেকোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারেন এমন আতঙ্কে দিনাতিপাত করছেন এবং তার পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে অনুরোধ করেছেন এবং করে পরিবারের পাশে থাকার অনুরোধ করেছেন।
গতকাল দুপুরের দিকে মেসেজটি পাঠানো হয়েছে ।
- কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সংবাদ সংগ্রহের জন্য থানায় গেলে সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। মহামারীতেও সরকারের দমন-পীড়ন থেমে নেই। মফস্বল সাংবাদিক তানুর জন্য কি রোজিনা ইসলামের মতো সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা-কর্মীদের প্রতিবাদে রাজপথ উত্তপ্ত হবে? পত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় উঠবে?
এ নিয়ে কোন পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ