—————————————————
উল্লেখিত শিরোনামে ব্রিটিশ লেখক ও সাংবাদিক জনাথন গারনাল লিখিত এশিয়া টাইমস এ প্রকাশিত এক নিবন্ধের অনুবাদ প্রকাশ করেছে আজকের প্রথম আলো । প্রশ্ন বোধক চিহ্নটা অবশ্য আমার দেয়া ।শেষ করা হয়েছে এই ভাষায় : “ পশ্চিমারা আফগানদের যে প্রতিশ্রুতিই দিয়ে থাকুক , বর্তমান বাস্তবতা হলো , তারা নিরাপদে ঘরে ফিরে গেছে এবং তাদের হয়ে যেসব রাজনীতিক ও সাধারণ আফগান কাজ করেছে , তাদের সবাইকে এখন মৃত্যুর মুখে ফেলে যাওয়া হয়েছে । “
আমার প্রশ্ন , শুধু আফগানিস্তান নয় , কোথায় পশ্চিমারা তাদের প্রতিশ্রুতি রেখেছে ? প্রতারণা ও বিশ্বাসঘাতকতাকে যারা কুটনীতি নাম দিয়েছে আধুনিক রাষ্ট্র বিজ্ঞানে , তাদের কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায় ? কোথায় তারা প্রতারণা করে নি ? সেই ক্রুসেড থেকে শুরু করে , মধ্যপ্রাচ্যে , ভারতবর্ষে , বাংলায় সিরাজ দৌলার সাথে , অটোমানদের সাথে কোথায় নেই পশ্চিমাদের বিশ্বাস ঘাতকতা ? সংশ্লিষ্ট নিবন্ধেই উল্লেখ আছে , প্রথম বিশ্বযুদ্ধের সময় আরব দেশগুলোকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অটোমানদের বিরুদ্ধে লাগিয়ে এ সাম্রাজ্যকে ছিন্নভিন্ন করে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে । ১৯৭০ সালে ভিয়েতনাম যুদ্ধে হেরে মার্কিন বাহিনী দক্ষিন ভিয়েতনামের সাইগোনের মার্কিন দূতাবাসের ছাদ থেকে হেলিকপ্টারে যেভাবে পালিয়েছিল তার ছবি আইকন হয়ে রয়েছে । ইরাকের বিরুদ্ধে কুর্দীদের লাগিয়ে দিয়ে পিছু হটা ইত্যাদি কান্ডের কোনো শেষ আছে কি ?
শুধু বুঝলো না এ সব দেশের এক শ্রেণীর দালালচক্র ।হালুয়া রুটি আর পশ্চিমা লাল পানি দেখে যারা সারমেয়র মত জিভ বের করে ছুটে গিয়েছিল , তাদের জন্য পশ্চিমারা ঝুঁকি নিবে ? সূর্য কি তাহলে পশ্চিমে উদিত হলো নাকি ?
0 মন্তব্যসমূহ