জিএম কাদের বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচন কীভাবে হবে এবং জাতীয় পার্টি কীভাবে তাতে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি রেখেছি।’
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়া না নেয়ার বিষয়ে জাতীয় পার্টি এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি রেখেছে।’
মঙ্গলবার শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচন কীভাবে হবে এবং জাতীয় পার্টি কীভাবে তাতে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছি। জাতীয় পার্টি আগামী নির্বাচনে কীভাবে অংশ নেবে সে বিষয়ে আমরা দলগতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস এম আশরাফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বিশেষ অতিথির বক্তব্য দেন জাপা কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ ও রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল হক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিনকে পুনরায় জেলা জাপার সভাপতি ও মো. মাহমুদুল হক মনিকে সাধারণ সম্পাদক এবং এস এম আশরাফকে পুনরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন মুজিবুল হক চুন্নু।
0 মন্তব্যসমূহ